ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো বলছে, বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। সেখানে তারা ধর্মঘটও ডাকতে পারেন। সেটা হলে ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ দলের আসন্ন ভারত সফর।
সম্প্রতি বিসিবির বিভিন্ন সিদ্ধান্তে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে গত মাসে বিসিবি ঘোষণা দেয়, এবারের বিপিএলে থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে টুর্নামেন্ট হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক না হওয়ায় বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমে যাবে। কদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান নিজেই জানিয়েছেন, এবারের বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক আগের চেয়ে কমে যাচ্ছে।
এছাড়া এ মাসে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো হয়নি। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে গত কয়েক বছর ধরে পারিশ্রমিক কমে যাওয়ার ব্যাপারটিও নাকি ক্ষুব্ধ করে তুলেছে ক্রিকেটারদের।
সংবাদ সম্মেলনটা ঠিক কখন হবে, সেটা অবশ্য জানা যায়নি।