বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুল্কমুক্ত গাড়ি আমদানি করে তা বিক্রি করার অভিযোগে এ দণ্ড প্রদান করেন আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এ সময় হারুন অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
একই মামলায় চ্যানেল-৯ এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।