১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ

দেশজনতা অনলাইনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদলের সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের দেয়া একটি স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এ সময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

পরে ছাত্রলীগের নেতা-কর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেন বলে ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন।

এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা আহত হন। আহতরা হলেন-মামুন খান (এসএম হল ২০০৩-০৪), শাহজাহান শাওন (জিয়া হল ২০০৮-০৯), তারেক হাসান মামুন (জিয়া হল ২০১০-১১) এবং নাইম হাসান।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে বলে জানা গেছে।

 

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ