১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪১

কার হাতে হাত রেখে ঘুরছেন মেহজাবিন?

বিনোদন ডেস্কঃছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী—এমন গুঞ্জন অনেক দিন ধরেই মিডিয়া পাড়ায় উড়ছে। কিন্তু এসবই মিথ্যা বলে উড়িয়ে দেন তারা। বিশেষ করে মেহজাবিনের ভাষায়, ‘রাজীব শুধু ভালো বন্ধু’।

এবার আদনান আল রাজিবের হাতে হাত ধরে শপিং মলে ঘুরতে দেখা গেল মেহজাবিন চৌধুরীকে! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এমন দৃশ্য দেখা যায়। মেহজাবিন-রাজিবের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এক ভক্ত। যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করেন তিনি।

এ বিষয়ের সত্যতা জানার জন্য মেহজাবিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মেহজাবিন চৌধুরী। এরপর  নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। এরপর অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ