২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

ঝিনাইদহে ২ উপজেলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: নানা অনিয়মের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে মহেশপুর প্রেসক্লাবে বিএনপি প্রার্থী শাহজামান মোহন ও কোটচাঁদপুর প্রেসক্লাবে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি প্রার্থী আবদুর রাজ্জাক সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী শেখ শাহজামান মোহন ও আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাঁধা, পোলিং এজেন্ট ঢুকতে বাঁধা, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নৌকা প্রতিকে প্রকাশ্যে সিল মারাসহ নানা অভিযোগে তিনি ভোট বর্জন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮৮২ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৫৩টি।

মহেশপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৯১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি।

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ