স্পোর্টস ডেস্ক:
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে শুক্রবার লাটভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসা রোনালদো। অন্য গোলটি করেন আন্দ্রে সিলভার। প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে জোসে ফোন্তের হেড পোস্টে লেগে ফেরার পর ফিরতি হেডে ফাঁকা জালে বল পাঠান রোনালদো। দারুণ ফর্মে থাকা চারবারের বর্ষসেরা ফুটবলার এই নিয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে গোল করলেন। ৬৩তম মিনিটে আরেকটি সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। চার মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন পোর্তোর ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। রোনালদোর পাস ধরে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। এই জয়ের পর ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

