১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

চাঁদপুরে বজ্রাঘাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদরের বড়স্টেশন মোলহাড এলাকায় বজ্রাঘাতে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।নিহতরা হলেন—অহিদা বেগম, তার মেয়ে রেহানা, রেহানার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।

স্থানীয়রা জানান, রবিবার কুমিল্লা থেকে পরিবারের তিন সদস্যকে নিয়ে বড়স্টেশন মোলহাড এলাকার নদীর মোহনায় ঘুরতে আসেন অহিদা বেগম। বৃষ্টির মধ্যে ঘুরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ