১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

সদরঘাটে লঞ্চের কেবিন থেকে লাশ উদ্ধার

দেশজনতা অনলাইনঃ ঢাকার সদরঘাটে লঞ্চের কেবিন থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহে আলম (৫২)। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সদরঘাটে এমভি তাসরিফ (৪) নামের লঞ্চের কেবিন থেকে লাশটি উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ফাজিকুল ইসলাম নিহতের শ্যালক মাকসুদের বরাত দিয়ে জানান, শাহে আলম হার্টের রোগী ছিলেন। চিকিৎসা করানোর জন্য শুক্রবার বিকালে এমভি তাসরিফ লঞ্চযোগে ঢাকায় আসছিলেন। শনিবার ভোরে লঞ্চটি সদরঘাটে পৌঁছে। এসময় তিনি তার কেবিনেই হার্টফেল করে মারা যান।

এসআই ফাজিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাদতন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শাহে আলমের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন থানা সদরের হাসপাতাল রোডে।

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৯ ৬:৩৮ অপরাহ্ণ