সরকারকে ডাকাতের সরকার আখ্যা দিয়ে মোশাররফ বলেন, ‘তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি দেয়া এক বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এক-এগারো ঠেকানোর জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযান করছে সরকার। কিন্তু এক-এগারোর দিকে দেশ যাবে সে পরিস্থিতি আপনারা সৃষ্টি করেছেন কেন?’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশে যে অবস্থার সৃষ্টি করেছেন তার জন্য আপনারা দায়ী। যে অভিযান চলছে দুর্নীতির বিরুদ্ধে সেখানে চুনোপুটিদের ধরা হয়েছে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। দয়া করে দেশের স্বার্থবিরোধী আর কোনো কাজ করে আসবেন না, যার কারণে জাতীয় স্বার্থ ব্যাহত হয়। ’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

