২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৭

ঐক্যবদ্ধ ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন : ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, মূর্তি স্থনান্তর নয়, উচ্ছেদ করতে হবে।
তিনি আরো বলেন, মসজিদসহ ইসলামী প্রতিষ্ঠান সম্পর্কে কোনো প্রকার ব্যাঙ্গাত্মক, অরুচিকর ও অবমাননাকর উক্তি বরদাশত করা হবে না।

তিনি ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বলেন, ইসলামপন্থীদের অনৈক্যের সুযোগে মূর্তিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা মসজিদ সম্পর্কে অশোভন উক্তি করতে দুঃসাহস দেখাচ্ছে।

ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা শাখার ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নরসিংদী শহরের মহিউস সুন্নাহ মাদরাসা মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় মাহে রমজানের তাৎপর্যের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক, কেন্দ্রীয় নেতা পীরজাদা সৈয়দ মোঃ আহসান, জেলা সহসভাপতি উবায়দুল হক, সাধারণ সম্পাদক এইচ এম হারিছুল হক, সহকারী সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ আজিজি ও মুফতি আল-আমিন, মাওলানা খায়রুল ইসলাম ফরাজী, মুফতি উসমান গণি, খেলাফত মজলিস নেতা মুফতি নিজাম উদ্দিন প্রমূখ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ