২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩২

ফের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ইমরানের, মোদি চাইলেন শান্তি

অনলাইন ডেস্ক : আবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘প্রথাগত যুদ্ধ শুরু দু’টি পরমাণু শক্তিধর দেশ যখন পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন ফলাফল সীমান্তেই আটকে থাকে না। এখন এটা জাতিসংঘের কাছে পরীক্ষা, তারা কী চাইছে।’

ইমরান বলেন, ইসলামিক সন্ত্রাস বলতে কিছু হয় না, সামাজিক অবিচার উগ্রপন্থার জন্ম দেয়। ভারতের অ্যাজেন্ডা পরিষ্কার। কাশ্মীরে ওরা যে ভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, তাতে উপত্যকার কোনও যুবক ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটাতে পারে। তখন ভারত ফের দায়ী করতে পারে পাকিস্তানকে। উপ মহাদেশের দু’টি প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ।জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইমরান আরও বলেন, ভারত পাকিস্তানের তুলনায় আয়তনে সাত গুণ বড়। একটা বড় দেশ যখন একটা ছোট দেশের উপর আক্রমণ চালায় তখন কী পরিণতি হতে পারে। হয় ছোট দেশ আত্মসমর্পণ করবে, নইলে নিজে শেষ হলেও ধড়ে প্রাণ থাকতে লড়াই চালিয়ে যাবে। আমার বিবেকও তাই বলে। আর যখন পরমাণু শক্তিধর একটা ছোট দেশ জীবন পণ রেখে যুদ্ধ করবে তার ফল ভুগতে হতে পারে গোটা বিশ্বকে।এদিকে, ইমরানের আগেই এ দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বক্তৃতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইমরান খানের তুলনায় কম সময়ের বক্তৃতায় শান্তির কথা বলেছেন। মোদি বলেন, যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছি আমরা। সন্ত্রাসবাদ রুখে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করাই ভারতের বৃহত্তর লক্ষ্য। উল্লেখ্য, এর আগেও পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘যদি কাশ্মীর দ্বন্দ্ব যুদ্ধের দিকে যায়, তাহলে মনে রাখতে হবে দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে। আর পরমাণু যুদ্ধে কেউ জয়ী হয় না।’

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৯ ২:১৯ অপরাহ্ণ