১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুরর সংবাদদাতা : নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে উভয় ঘাটে পারের জন্য অপেক্ষায় রয়েছে বিপুল সংখ্যক গাড়ি।

শনিবার ভোর ৪টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি’র কাঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম  বলেন, নাব্যতা সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কয়েকদিন ধরেই এই নৌরুটে নাব্যতা সংকট চলমান। পর্যাপ্ত গভীরতা না থাকায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফেরি চলাচলের জন্য গভীরতা প্রয়োজন সাড়ে ৭ থেকে ৮ ফুট। কিন্তু বর্তমানে লৌহজং টার্নিং পয়েন্টে গভীরতা আছে সাড়ে ৫ ফুট। এই গভীরতায় ফেরি চালানো যায় না বলে শনিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১২:১৫ অপরাহ্ণ