১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল

দেশজনতা অনলাইনঃ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলটির সহযোগী সংগঠন যুবদল (ঢাকা মহানগর দক্ষিণ)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে অংশ নেয় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির নেতাকর্মীরাও।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটু সামনে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের কাছে ফিরে আসে মিছিলটি।

মিছিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ব্যক্তিগত আক্রোশের শিকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তিলে তিলে নিঃশেষ করতে পারলেই সরকারের লক্ষ্য পূরণ নিশ্চিত হবে। কিন্তু দেশের জনগণসহ জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রীকে কারামুক্ত করতে প্রবল সাহস ও উদ্যম নিয়ে রাজপথে নেমে আসবে।’

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১১:৫৮ পূর্বাহ্ণ