১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

মুন্সীগঞ্জে বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

দেশজনতা অনলাইনঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বজ্রাঘাতে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম শরিফ (১৪)। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টায় হোসেন্দি ইউনিয়নের চর বলাকী গ্রামে এই ঘটনা ঘটেছে।

গজারিয়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাছ ধরতে বন্ধুর সঙ্গে স্কুল থেকে বের হয় শরিফ। এসময় প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় শরিফের। স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়। একই ঘটনায় আহত মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

নিহত শরিফ ওই গ্রামের মৎস্যজীবী আব্দুল রশীদের ছেলে ও চর বলাকী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৯ ৫:২৫ অপরাহ্ণ