৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৫৬

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া কেন, জানতে চান তিন দেশের রাষ্ট্রদূত

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণ জানতে চেয়েছেন তিন দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই কারণ জানতে চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রেফান্তে ও ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি।

রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের আবাসনের সবকিছু প্রস্তুত করা আছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএসএইচসিআরসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে তাদের সেখানে পাঠানো হবে।’

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৯ ৪:৫৬ অপরাহ্ণ