এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, তিনি রোববার ছাড়পত্র পান। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার আবারো তাকে হাসপাতালে নিয়ে যান। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে স্ত্রী শ্রী বাণী এবং দুই সন্তান মাধব স্বীকার ও মাধব প্রভাকরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ অভিনেতা।
তেলেগু ইন্ডাস্ট্রিতে এ অভিনেতার সহকর্মীরা তার প্রতি শোক প্রকাশ করছেন। অভিনেতা বরুণ তেজ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘শান্তিতে থাকুন বেনু মাধব। তেলেগু সিনেমায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। তার পরিবার ও বন্ধুদের প্রতি শোক জ্ঞাপন করছি।’
১৯৯৬ সালে সম্প্রদায়ম সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন বেনু মাধব। অভিনয় ক্যারিয়ারে ১৭০টি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া তামিল সিনেমাতেও তাকে দেখা গেছে। ২০০৬ সালে লক্ষ্মী সিনেমায় অভিনয়ের জন্য সেরা কমেডি অভিনেতা হিসেবে নন্দি অ্যাওয়ার্ড পান এ অভিনেতা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

