১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

দুই আ.লীগ নেতার বাসা থেকে কোটি টাকা উদ্ধার

রাজধানীর গেণ্ডারিয়ায় আওয়ামী লীগের দুই নেতার বাসা থেকে কোটি টাকা জব্দ করেছে র‌্যাব। এছাড়া বিপুল স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।

মঙ্গলবার গেণ্ডারিয়ার বানিয়ানগর ও মুরগিটোলার বাসা থেকে এসব টাকা ও স্বর্ণলঙ্কার জব্দ করা হয়।

যাদের বাসায় অভিযান চালানো হয়েছে তারা হলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন। দুজনই রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এগুলো সবই অবৈধ উপায়ে অর্জন করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ