১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

প্রথম ‘মিসেস বাংলাদেশ’ অবনী

বিনোদন প্রতিবেদক : দেশে বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মুনজারিন জাহান অবনী। শনিবার রাতে গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ৯ প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন অবনী।

চূড়ান্ত পর্বে অবনীর সঙ্গে থাকা বাকি ৯ সুন্দরী হলেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মাটি সিদ্দিকী, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সানজিদা, রাবেয়া ও সামান্তা। দুই হাজারের বেশি নারী থেকে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করার জন্য জায়গা করে নেন এই ১০জন। সেখান থেকে শেষ হাসিটা অবনীই হাসলেন।

তবে মুকুট অর্জন করেই থামছে না ‘মিসেস বাংলাদেশ’ মুনজারিন অবনীর পথচলা। আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি। এমনটি জানালেন আয়োজক অপূর্ব আব্দুল লতিফ। তিনি বলেন, ‘বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই আয়োজনটি করা হয়।’

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১২:৫৬ অপরাহ্ণ