২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৬

থাইল্যান্ড ছাড়ল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ৫ সেপ্টেম্বর থাইল্যান্ডে আসে বাংলাদেশ দল। এএফসি কাপ মিশন শেষ করে আজ রোববার বেলা ১১টায় থাইল্যান্ড ছেড়েছে তহুরা খাতুন-আঁখি খাতুনরা। থাইল্যান্ডের চনবুরি প্রদেশের সিরাচা জেলা থেকে ব্যাংকক যাবে বাংলাদেশ দল। দেশে ফেরার জন্য বাংলাদেশ বিমানের বিকেল ৪টার ফ্লাইট ধরবে তারা। সন্ধ্যায় তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এবারের এএফসি কাপে নতুন এক ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম আসরে কোনো পয়েন্ট না পেলেও এবার অন্তত খালি হাতে ফিরছে না। শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে। যা এএফসি কাপে বাংলাদেশের প্রথম ড্র ও প্রথম পয়েন্ট প্রাপ্তি।

অবশ্য আগের ম্যাচে জাপানের বিপক্ষে ৯-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তার আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেও ১-০ গোলে হার মেনেছিল। ওই ম্যাচটি জিততে পারলে হয়তো এএফসি কাপে বাংলাদেশের মেয়েদের এবারের যাত্রাটা ভিন্ন চেহারা পেলেও পেতে পারত।

তবে বাংলাদেশের কোচ কিংবা খেলোয়াড়দের কোনো আক্ষেপ নেই। তারা শেষ ম্যাচটি ভালো খেলে মাথা উঁচু করে দেশে ফিরছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ