১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে যুবদলের মানববন্ধন

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। আজকে আওয়ামী লীগের যে দুঃশাসন, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন, সেটি এখন অন্য কাউকে বলতে হচ্ছে না। নিজে নিজেই বাতাসে কল নড়া শুরু হয়েছে।’

যুবদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদবিজ্ঞপ্তিতে বলেন, ‘‘খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারেরদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে মানববন্ধন করেছে যুবদল।’’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর, বরগুনা, চট্টগ্রাম উত্তর, টাঙ্গাইল, বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ, নারায়ণগঞ্জ মহানগর, চট্টগ্রাম মহানগর, গাইবান্ধা, রাজশাহী, বান্দরবান, মাগুড়া, বাগেরহাট, জামালপুর, ব্রক্ষণবাড়িয়া, শরিয়তপুর, মানিকগঞ্জসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৯ ৪:৪৬ অপরাহ্ণ