১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৭

নারায়ণগঞ্জে মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ও তার দুই শিশু কন্যাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার একটি সাত তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। লাশ তিনটি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

নিহতরা হলেন- নাজনীন (২৮) তার দুই শিশু কন্যা নুসরাত (৮), খাদিজা (২)৷ নাজনীন সিআইখোলা এলাকার বাসিন্দা সুমনের স্ত্রী৷ সুমন সিদ্ধিরগঞ্জের সানারপাড় জোনাকি পেট্রোল পাম্পে চাকরি করেন৷

স্থানীয়রা জানায়, রাতের ডিউটি শেষে চাকরিস্থল থেকে ফেরার পর সুমন ফ্ল্যাটে গিয়ে দেখে স্ত্রী ও দুই কন্যার লাশ পড়ে আছে৷ পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যায়।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনাস্থলে গেছেন৷

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রোমন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ করেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ