জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাসায় যাওয়ার পথে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তাদেরকে হত্যা করা হয়। মূলত নিহত দু’জন আমাদের দলকে সাপোর্ট করার কারণে সন্তু লারমার লোকেরা তাদের হত্যা করেছে।’
অভিযোগের বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার ইনচার্জ (ওসি) এমএ মনজুর বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে এলাকাটি খুবই দুর্গম। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুফি উল্লাহ বলেন, ‘বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের মরাকচুছড়া ওরফে ছোট কচুছড়া নামক এলাকায় এমএন লারমার (সংস্কারের) দুই সমর্থককে রাতে পাহাড়ি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বাঘাইছড়ি থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে।’