আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার ডিআর কঙ্গো দেশের অন্যতম প্রধান কঙ্গো নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৪ জন মারা গেছে। নৌকা থেকে ৭৬ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ কর্মকর্তা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, এখনও পর্যন্ত নৌকাডুবির কারণ সম্পর্কে জানা যায়নি। কঙ্গোর মাই ডোমবে প্রদেশ থেকে দক্ষিণে রাজধানী কিনশাসার দিকে নৌকাটি যাচ্ছিল।
প্রায় চল্লিশ মিটার (১৩০ ফুট) লম্বা ওই নৌকার অনেকেই সাঁতার জানতো না বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, অনেক যাত্রীর পরনেই লাইফ জ্যাকেট ছিল না বলে এত প্রাণহানির ঘটনা ঘটেছে।
তবে ডিআর কঙ্গোর নদীপথে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী ও অনিরাপদ নৌযান ব্যবহার এসব দুর্ঘটনার প্রধান কারণ।