১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এটা তেমন কিছু নয়!

নিজস্ব প্রতিবেদক:

স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্তের বিচার চাওয়ায় স্কুল কক্ষে ঢুকে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে শামীম মন্ডল (১৯) নামে এক বখাটে। এ সময় অন্য ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় বখাটে শামীম।
বৃহস্পতিবার (০৮ জুন) সকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বখাটের পরিবার প্রভাবশালী হওয়ায় স্থানীয় মাতাব্বররা মোটা অংকের টাকার বিনিময়ে বখাটেকে চরথাপ্পর দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়। বখাটে শামীম রৌমারী উপজেলার হরিণধরা গ্রামের মতিয়ার মন্ডলের ছেলে। দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী জানায়, স্কুলে যাওয়া আসার পথে প্রতিদিনই ওই বখাটে তাকে উত্ত্যক্ত করত। এ কারণে প্রায় ১০ দিন স্কুলে যাওয়া বন্ধ করে দেয় সে। কিন্তু অভিভাবকরা বিষয়টি জানতে পেরে বখাটের পিতা ও ওই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে বিষয়টি জানিয়ে তার বিচার চায়। এতে ক্ষীপ্ত হয়ে ওই বখাটে বৃহস্পতিবার সকালে স্কুল কক্ষে ঢুকে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করলে স্কুলের শিক্ষকরা ও আশপাশের লোকজন ছুটে আসে। উপায় না দেখে পালিয়ে যায় বখাটে।
শুক্রবার (০৯ জুন) সকালে দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে এক শালিস ডাকেন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এতে স্থানীয় আ’লীগ নেতা লাল মিয়া, বিএনপি নেতা শফিয়ার রহমান, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নানজু, আ’লীগ নেতা হাফিজুর রহমান, বাবুল হোসেনসহ অনেকে উপস্থিত হন। আলোচনার এক পর্যায়ে ‘এটা তেমন কিছু নয়’ বলে বখাটের ভগ্নিপতি রফিকুল ইসলাম নানজু বখাটেকে দুটি চরথাপ্পর মেরে শাস্তি বিধান করেন। আ’লীগ নেতা লাল মিয়া বলেন, মেয়েটারও দোষ আছে। তা না হলে কোন মেয়েকে কি কেউ এমনি এমনি ধর্ষণ চেষ্টা করে? স্থানীয় ব্যবসায়ী এবাদ উল্ল্যাহ, আবু জাহান, যুবলীগ নেতা আমির হোসেনসহ অনেকে বলেন, ধর্ষণ চেষ্টার শালিস মাতাব্বরা করতে পারে না। এটা টাকার বিনিময়ে হয়েছে। তা না হলে ধর্ষণের আসামীর চরথাপ্পর দিলেই বিচার হয়? ওই ছাত্রীর পিতা রশিদ সরকার সাংবাদিকদের বলেন, আমরা স্থানীয় নই। চাকুরী সুত্রে এখানে আছি। তাই আমি বিচার পাইনি। থানায় অভিয়োগ করেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন আমি দুর থেকে এসেছি। পরে যদি ওরা আমার মেয়ের আরও বেশি সর্বনাশ করে! রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। কেউ অভিযোগও করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব।
দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ৯, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ