১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

সৌদির দুটি তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রধান দুটি তেল স্থাপনায় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আরামকোর দুই স্থাপনায় এই হামলায় ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

হামলার শিকার হওয়া দুই তেলক্ষেত্রের একটি হলো তেল প্রক্রিয়াজাতকরণ প্লান্ট আবকাই এবং অন্যটি হলো খুরাইস তেলক্ষেত্র। হামলার পর বিশাল অগ্নিকাণ্ড ও কুণ্ডলির সৃষ্টি হয়। তবে দুটি স্থাপনার আগুনই নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মীরা।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলা সম্পর্কে অ্যারামকোর তরফ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানায়নি সৌদি।

সৌদি জোটের সঙ্গে যুদ্ধ করা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদিতে ড্রোন হামলা চালায়। তবে এই হামলা তারা করেছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়।

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১:২৯ অপরাহ্ণ