আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে চন্দ্রাভিজান-টু এর ল্যান্ডার বিক্রমের খোঁজ পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অরবিটারের অরবিটারের ক্যামেরায় বিক্রমের ছবি ধরা পড়েছে। তাতে যা দেখা যাচ্ছে, বিক্রম অক্ষত আছে। কিন্তু এখনও পর্যন্ত তার থেকে বেতার সংযোগ মিলছে না।
ইসরো প্রধান কে. শিবান জানিয়েছেন, ‘আমরা অরবিটারের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে বিক্রমের থার্মাজ ইমেজ পেয়েছি। সেই ডেটা আমরা অনুসন্ধান করে দেখছি। বেতার সংযোগ করার চেষ্টাও করা হচ্ছে।’
চন্দ্রযান-টু এর ল্যান্ডার বিক্রমের পরিণতি শেষ পর্যন্ত কী হলো, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে স্পষ্ট ছিল না। রোভার প্রজ্ঞানসহ ল্যান্ডারটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছে নাকি শুধুই সংযোগ ছিন্ন হয়েছে, ইসরো তা খতিয়ে দেখছে। তবে, যাই ঘটে থাকুক, শনিবার ভোররাতে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরোর এক বিজ্ঞানী দাবি করেছিলেন, ল্যান্ডার ধ্বংস হলেও, অরবিটার হিসেবে চন্দ্রযান-টু এর ৯৫ শতাংশই অক্ষত অবস্থায় রয়েছে। সেটি চাঁদের নির্দিষ্ট কক্ষপথ ধরে পাক খাচ্ছে।