১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

উখিয়ায় মাটি খুঁড়ে সামরিক পোশাক ও অস্ত্র উদ্ধার

দেশজনতা অনলাইন : কক্সবাজারের উখিয়ায় পজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় সামরিক বাহিনীর চার সেট পোশাক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়। উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর এসব কথা জানান।তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, দুই পিস করে রাইফেল, দেশীয় বন্দুক, গুলি ও কার্তুজ রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় পুলিশ অভিযান চালান। এসময় মাটি চাপা দেওয়া অবস্থায় রাইফেল ও দেশীয় বন্দুক উদ্ধার করে। একইসঙ্গে সামরিক বাহিনীর পোশাকের ৪ সেট পোশাক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কোনও সন্ত্রাসী গ্রুপ ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব রেখেছিল। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। অস্ত্রগুলো থানায় জমা রাখা হয়েছে।

 

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৯ ১:০৪ অপরাহ্ণ