২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

রাম রহিমরা শাস্তি পেলে শামি নয় কেন? প্রশ্ন হাসিনের

  স্পোর্টস ডেস্ক: আবারও সোচ্চার হলেন হাসিন জাহান। তার প্রশ্ন, আসারাম বাপু ও রাম রহিম যদি কৃতকর্মের জন্য শাস্তি পান, তা হলে মোহাম্মদ শামি পাবেন না কেন?‌

গেল সোমবার শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আলিপুর আদালত। ১৫ দিনের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়। ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে। শামির সঙ্গে তার ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ওই দিন আদালত জানান, বিদেশে সফরে থাকার জন্য শামিকে ১৫ দিন সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে তাকে। এর পর জামিনের আবেদন করতে পারবেন তিনি।

পরদিন মঙ্গলবার হাসিন প্রশ্ন ছুড়ে দেন, ‌আসারাম বাপু, রাম রহিম যদি আইনের হাত থেকে বাঁচতে না পারেন, তা হলে শামি কেন রক্ষা পাবেন?’‌

তার দাবি, ‌ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং কয়েকজন ক্ষমতাধর ক্রিকেট ব্যক্তিত্ব শামিকে সমর্থন করছেন। না হলে সে নিজের ভুল বুঝতে পারত। ও আমাকে ব্ল্যাকমেইলও করেছে।‌

হাসিন জাহান বলেন, ‌দেড় বছর ধরে লড়াই করে চলেছি। আশা ছেড়ে দিয়েছিলাম। আর্থিক সাহায্যও পাইনি। অবশেষে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।‌

উল্লেখ্য, গেল বছর টিম ইন্ডিয়ার এ পেসারের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, ম্যাচ ফিক্সিং, নির্যাতনসহ একাধিক অভিযোগ করেন হাসিন। তার ভাইয়ের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় শামি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়। তবে একবারও আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজিরা দেননি ডানহাতি পেসার।

আইপিএলে পরিচয় থেকে প্রণয়, তারপর ২০১৪ সালে হাসিনকে বিয়ে করেন শামি। হাসিন পেশায় একজন মডেল। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ