সারা দেশে ডেঙ্গুর বিস্তার ধারাবাহিকভাবে কমে আসার মধ্যেই রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুলের এক ছাত্রীর মৃত্যুর তথ্য মিলেছে এই রোগে।
বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অস্মিতা নামে ওই কিশোরীর যে পড়ত অষ্টম শ্রেণিতে।
এই কিশোরীর মা হেনা নুরজাহান দেশের প্রতিষ্ঠিত একজন ছড়াকার। স্বজনরা জানান, ঢাকার আজিমপুরের বাসায় সম্প্রতি অস্মিতা, তার বাবা-মা ও ছোটবোন ডেঙ্গুতে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাদেরকে ভর্তি করা হয় ল্যাবএইড হাসপাতালে।
অস্মিতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মিলেনিয়াম হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর সকাল সাতটায় মারা যায় সে।
অস্মিতার বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক (প্রকৌশলী)আমানত মাওলা টিপু। তিনি বলেন, ‘ডেঙ্গু জ্বরে পরিবারের সবাই আক্রান্ত হই। অস্মিতাকে উন্নত চিকিৎসার জন্য মিলেনিয়াম হাসপাতালে ছয়দিন আগে ভর্তি করি।’
ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জানাজা শেষে অস্মিতাতে সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহ কবরস্থানে তাকে সমাহিত করা হবে।