১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

নিজের পরিবারের ৫ সদস্যকেই গুলি করে হত্যা কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক : নিজের পরিবারের ৫ জনকে গুলি করে হত্যা করেছে ১৪ বছরের কিশোর৷ মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামায়৷ পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছে ওই কিশোর।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ওই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন৷ বাকি দু’জনকে এয়ারলিফ্টে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়৷ ওই কিশোর জানিয়েছে, একটি নাইনএমএম পিস্তল দিয়ে পরিবারের সব সদস্যকে সে গুলি করে৷ ঠিক কী কারণে সে এই কাজ করল, তা এখনও জানা যায়নি৷ খুঁজে পাওয়া যাচ্ছে না ওই পিস্তলটিও৷

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি করতে হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। স্কুলে, মলে বা যেখানে সেখানে হঠাৎ করে গুলি ছোঁড়ার ঘটনা প্রায়ই সামনে আসে।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৯ ১২:৩৫ অপরাহ্ণ