১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

ছেলের বাবা হলেন রুবেল

ক্রীড়া ডেস্ক : বাবা হলেন ক্রিকেটার রুবেল হোসেন। রুবেলের স্ত্রী ইশরাত জাহান দোলার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

রুবেল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা হওয়ার খবর জানিয়ে সবার দোয়া চেয়েছেন।

স্ত্রী-সন্তানের একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ এর অশেষ রহমতে পুত্রসন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুবেল ও দোলা। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ক্রিকেটীয় ব্যস্ততা থেকে কদিন আগে সাময়িক ছুটি নিয়েছিলেন জাতীয় দলের এই পেসার।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৯ ১২:১১ অপরাহ্ণ