১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

২৮৯ রানে ইনিংস ঘোষণা আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আফগানিস্তানের ২৮৯ রানের জবাবে ব্যাটিং করছে বিসিবি একাদশ।

আফগানিস্তানের ইনিংস ঘোষণা

বোলারদের অনুশীলনের সুযোগ দিতে দ্বিতীয় ও শেষ দিনের প্রথম ঘণ্টার পর ইনিংস ঘোষণা করেছে আফগানিস্তান। আফগানরা প্রথম ইনিংসে ৯ উইকেটে তুলেছে ২৮৯ রান।

দ্বিতীয় দিনের শুরুতেই রশিদ খানের উইকেট হারায় আফগানিস্তান। ১৩ রান করা রশিদকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান সুমন খান।

এরপর অষ্টম উইকেটে আফসার জাজাই ও কাইস আহমেদ ৩২ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জাজাই ২৫ ও কাইস ২৩ রানে অপরাজিত ছিলেন।

বিসিবি একাদশের হয়ে আল আমিন ৫১ রানে ৪টি ও সুমন ৪৩ রানে নেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ১ম ইনিংস: ২৮৯/৯ ডিক্লে. (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ইহসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরান। ফিফটি করার পর অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে স্বেচ্ছায় মাঠ ছাড়েন দুজনই।

এরপরই ঘুরে দাঁড়ায় বিসিবি একাদশ। দিন শেষে আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। আল আমিন জুনিয়র নেন ৪ উইকেট। আফসার জাজাই ২০ ও রশিদ খান ৬ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিন শুরু করেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ণ