দেশজনতা অনলাইন : চাঁদপুরের মতলব উপজেলার একটি মসজিদ থেকে শুক্রবার তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষে তাদের মৃত্যু হয়। নিহত শিশুদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ইমামের এক ছেলে রয়েছে।
নিহত শিশুরা হলো- রিফাত হোসেন (৮), ইব্রাহিম মিয়া (১০) এবং মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮)।
মোবাইল ফোনে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বলেন, মসজিদের ইমামের কক্ষে তিন শিশুর লাশ পড়ে ছিল। তাদের মৃত্যু বিষক্রিয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

