১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে আরেকটি বড় ধাপ এগোল তারা।

দ্বিতীয় নারী দল হিসেবে এ বছর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। এর আগে গত জানুয়ারিতে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। শ্রীলঙ্কার পুরুষ দলও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তানে যাবে।

বাংলাদেশের মেয়েরা পাকিস্তান পৌঁছাবে ২৩ অক্টোবর। ২৬, ২৮ ও ৩০ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের দুটি ওয়ানডে হবে ২ ও ৪ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

গত চার বছরে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সবশেষ ২০১৫ সালের সফরে দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিল তারা। টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ