ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। গত ২৬ আগস্ট প্রচণ্ড জ্বর নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জানান, সোমবার সকালে সুফিয়া বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। এরপর তাকে ডেঙ্গুর চিকিৎসা দেয়া হচ্ছিল।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বাথরুমে গিয়ে হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়েন সুফিয়া বেগম। এরপর পরিবারের লোকজন তাকে বিছানায় শুইয়ে দিলে সেখানেই মারা যান তিনি।
ঢাকা: মঙ্গলবার সকাল সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জিসান নামে এক স্কুলছাত্র। জিসান গাজীপুর সদর উপজেলার সামন্তপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। সে ছোট দেওরা অগ্রণী স্কুলের নবম শ্রেণিতে পড়ত।
জিসানের ভগ্নিপতি জাকির হোসেন জানান, এক সপ্তাহ আগে থেকে জ্বরে ভুগছিল জিসান। তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে সোমবার রাত ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।
রংপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা গেছেন মাহাতাব নামে এক যুবক। সোমবার রাত দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান রিবেল। তিনি জানান, ডেঙ্গু নিয়ে গত ১৮ আগস্ট রমেক হাসপাতালে ভর্তি হন মাহাতাব। এর আগে তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি বলেন, মাহতাবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় হাসপাতালে ভর্তির পরদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।