১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

বকেয়া পরিশোধ না করেই গার্মেন্ট বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতন পরিশোধ না করে কোনো ধরনের নোটিশ ছাড়াই আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা সড়কে অবরোধ করছেন।

তারা আরও জানান, গত ১১ আগস্ট ঈদের ছুটিতে যান তারা। আজ গার্মেন্ট খোলার কথা ছিল। ছুটি কাটিয়ে সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। কারখানার গেটে পুলিশ অবস্থান নিয়েছে। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টাঙিয়ে দেয়া হয়েছে।

এর পরই সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই বুলবুল জানান, সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করেছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

প্রকাশ :আগস্ট ২১, ২০১৯ ১২:৫০ অপরাহ্ণ