১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

অমিতাভের লিভারের ৭৫ শতাংশই অকেজো

বিনোদন ডেস্ক: বলিউডের শাহেনশাহখ্যাত তারকা অমিতাভ বচ্চনের লিভারের ৭৫ শতাংশই অকেজো। সম্প্রতি স্বাস্থ্য সচেতনতামূলক একটি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি।

অমিতাভ বলেন, ‘আমি সব সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলার এবং এই ধারণাগুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করি।সবার সামনে বলতে দ্বিধা নেই আমি যক্ষ্মা রোগে আক্রান্ত, হেপাটাইটিস বি পজেটিভ এবং ৭৫ শতাংশ লিভার অকেজো হয়ে গেছে। যদিও এটি ২০ বছর পর জানতে পেরেছিলাম এখন ২৫ শতাংশ নিয়ে বেঁচে আছি।’

৭৬ বছর বয়সি এ তারকা পোলিও, হেপাটাইটিস বি, যক্ষ্মা, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরির ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত। তিনি সবাইকে এগুলো পরীক্ষা করানোর অনুরোধ করেন। এ অভিনেতা বলেন, ‘এগুলোর চিকিৎসা আছে। এমনকি যক্ষ্মারও। আমার যক্ষ্মায় আক্রান্ত হওয়ার বিষয়টি আট বছর পর্যন্ত জানা ছিল না। আমি বলতে চাই, এটি আমার যেমন হয়েছে সবারই হতে পারে। আপনারা যদি এটি পরীক্ষা না করান তাহলে কখনই জানতে এবং চিকিৎসা করাতে পারবেন না।’

প্রকাশ :আগস্ট ২১, ২০১৯ ১২:৩১ অপরাহ্ণ