১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

বায়না ধরে পাওয়া মোটরসাইকেলে গেল ছাত্রের প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : পরিবারের কাছে বায়না ধরেছিলেন একটি মোটরসাইকেল কিনে দেয়ার। পরিবার কলেজছাত্র ইব্রাহিম হোসেনের সেই বায়না পূরণও করে। কিন্তু কিনে দেয়ার পরদিনই সেই মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল ইব্রাহিমের।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে। রবিবার সকালে শহরের জেবি রোড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে ইব্রাহিম হোসেন নিহত হন।

নিহত ইব্রাহিম দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পৌরসভার বাঞ্চানগর এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, সকালে নতুন মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন ইব্রাহিম হোসেন। বাসার সামনে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৯ ১২:০৩ অপরাহ্ণ