১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

মেক্সিকোতে অনাহারে থাকা ৬৫ বাংলাদেশি ও লংকানকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে ৬৫ বাংলাদেশি ও শ্রীলংকার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মেক্সিকো। এসব অভিবাসন প্রত্যাশী অনাহার ও পানিশূন্যতায় ভুগছিলেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে এসব অভিবাসন প্রত্যাশী দীর্ঘ ও জটিল যাত্রা অতিক্রম করেছে।

অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, তারা গত ২৪ এপ্রিল কাতার বিমানবন্দর থেকে রওনা দিয়ে তুরস্ক ও কলম্বিয়াতে যান। সেখান থেকে তারা ইকুয়েডর, পানামা ও গুয়াতেমালা হয়ে মেক্সিকোতে প্রবেশ করেন।

তারা আরো জানিয়েছেন, মেক্সিকোতে প্রবেশের পর তারা নৌকায় করে কোটাজাকোয়ালকস নদী পাড়ি দেন। তবে কেন তারা ওই নদী পাড়ি দিয়েছেন তা স্পষ্ট নয়। কারণ ওই নদীটি দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি কোথাও যাওয়া যায় না।

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৯ ২:০৪ অপরাহ্ণ