১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

যমুনায় নৌকাডুবি: নিখোঁজদের সন্ধানে ফের তল্লাশি চলছে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের তল্লাশি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তল্লাশি শুরু করে। নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি।

বুধবার রাত নয়টার দিকে ২৮ জন যাত্রী নিয়ে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করলেও করতে সক্ষম হয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পর রাতের মতো অভিযান স্থগিত রাখা হয়।

দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে গতকাল রাত একটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু করেছে।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৯ ১২:৪৭ অপরাহ্ণ