তবে এখনও পদ্মা নদীতে তীব্র ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল নিরাপদ নয় বলে জানান সংশ্লিষ্টরা। নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে শিমুলিয়া ঘাটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শিমুলিয়া ঘাটে সহস্রাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। নৌরুটে বর্তমানে ছয়টি ফেরি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। যান পারাপার চলছে। গতকালের চেয়ে আজ আবহাওয়া একটু ভালো। তবে ভোরবেলা থেকে সীমিত আকারে ছয়টি ফেরি চলেছিল শুধু যাত্রীদের নিয়ে। সাড়ে ৯টা থেকে যানবাহন নিয়ে ফেরি চলছে।’
তিনি আরও বলেন, ‘গতকাল ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে যানবাহনের সংখ্যা সহস্রাধিক। যানবাহনের সংখ্যা আরও বাড়ছে।’
মাওয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা গাড়ির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না হলে গাড়ির দীর্ঘ লাইন কমবে না। শিমুলিয়া ঘাটে এক হাজারের বেশি গাড়ি নদী পারের অপেক্ষায় আছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

