১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

দেশজনতা অনলাইন : পদ্মায় তীব্র স্রোত আর বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ম্যানেজার(মেরিন) এ কে এম শাহজাহান জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মায় প্রচণ্ড ঢেউ, বাতাস আর বৈরী আবহাওয়ায় ফেরি চালাতে সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বর্তমানে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি চলাচল করছে। এছাড়া লঞ্চ, সিবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে ভিড় করছেন।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, পাঁচ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে। বৈরী আবহাওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে। ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।
প্রকাশ :আগস্ট ৭, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ণ