১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

ঈদযাত্রা শুরু, ভিড় কিছুটা কম

দেশজনতা অনলাইন : ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহের যুদ্ধ শেষে এবার বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। বুধবার (৭ জুলাই) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে. তবে তা কিছুটা কম। গত ২৯ জুলাই যারা ঈদের অগ্রিম টিকিট কিনেছিলেন, মূলত তারাই আজ  বাড়ির পথে যাত্রা শুরু করেছেন।স্টেশন সূত্র জানিয়েছে, বুধবার কমলাপুর স্টেশন থেকে মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেনসহ মোট ৫২টি ট্রেন ছেড়ে যাবে। এরইমধ্যে ১৮টি ট্রেন ছেড়ে গেছে। তবে দেরিতে পৌঁছার কারণে রংপুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এই ট্রেনটি সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও পরে ছেড়ে গেছে ৯টা ৪০ মিনিটে। এছাড়া, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন সকাল ৮টা ছাড়ার কথা থাকলেও ছেড়েছে সাড়ে ৮টায়।স্ত্রী ও দুই সন্তান নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে এসেছেন ব্যবসায়ী ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘ঈদের আগ মুহূর্তে ব্যাপক ঝামেলা থাকে। তাই গত ২৯ জুলাই অগ্রিম টিকিট সংগ্রহ করেছি। আজ বাড়ি যাচ্ছি। আত্মীয়-স্বজনসহ সবার সঙ্গে ঈদ করবো।’
রংপুরগামী ট্রেন রংপুর এক্সপ্রেসের যাত্রী আসমা আক্তার বলেন, ‘আমাদের দুর্ভাগ্য প্রতি ঈদেই আমাদের ট্রেনটি দেরিতে ছাড়ে। সিডিউল বিপর্যয় হয়। আজও  একই অবস্থা হয়েছে।’কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘ঈদ যাত্রার আজ  (বুধবার) প্রথম দিন হওয়ায় স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কিছুটা কম। আমাদের ট্রেনগুলো সকাল থেকে সিডিউল অনুযায়ী রওনা হয়ে গেছে। দু’একটি ট্রেন কিছুটা দেরিতে গেছে। তবে সেগুলোকে সিডিউল বিপর্যয় বলা যাবে না। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এরইমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, মানুষের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় এবার নির্বিঘ্ন ও ভালো হবে।’
প্রকাশ :আগস্ট ৭, ২০১৯ ১১:৪২ পূর্বাহ্ণ