১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

হোয়াটসঅ্যাপে যোগ হলো নতুন তিনটি ফিচার্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

আবারো নতুন ফিচার্স হোয়াটসঅ্যাপে। তবে এবার আর অ্যানড্রোয়েড ব্যবহারকারীদের জন্য নয়। বরং তা আইফোন ব্যাবহারকারীদের জন্য। আনা হলো তিনটি নতুন ফিচার্স।হোয়াটসঅ্যাপ রিপ্লাই শর্টকাটনতুন ফিচার্সটির মাধ্যমে যে কোনও ম্যাসেজের উত্তর দিতে বাড়বে সুবিধা। একটি ম্যাসেজের উত্তর দিতে এবার শুধু ম্যাসেজটিকে ডানদিকে সোয়াইপ করতে হবে। আর তরপরই রিপ্লাই টাইপ করা শুরু।হোয়াটসঅ্যাপ নিউ অ্যালবাম  নতুন ফিচার্সটি অত্যন্ত জনপ্রিয় হবে বলে মনে করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কেউ একসঙ্গে একাধিক ফোটো বা ভিডিও পাঠালে তা রিসিভারের কাছে একটি অ্যালবামের রূপ নিয়ে পৌঁছবে। অ্যালবামে ক্লিক করে সহজেই ভিডিও বা ছবি দেখা যাবে ফুলস্ক্রিনের মাধ্যমে।হোয়াটসঅ্যাপ ফিল্টার   এই ফিচার্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের ফোন ক্যামেরায় ফিল্টার সেট করতে পারেন। পাঁচটি আলাদা আলাদা অপশনের মাধ্যমে এই ফিল্টার ব্যবহার করা যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৯, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ