১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২
rbt

‘মহাসড়কে পশুবাহী গাড়ি থামানো যাবে না’

দেশজনতা অনলাইন : ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে চলাচলরত পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক একেএম হাফিজ আকতার (বিপিএম বার)। এছাড়া যানবাহন চলাচলে যাতে নির্বিঘ্ন না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানান তিনি।

শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাফিজ আকতার বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাঘাট খারাপ হয়ে আছে। দুই তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার কাজ শেষ করা জরুরি। এজন্য তিনি দ্রুত রাস্তাগুলো সংস্কার করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে তাগিদ দেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ মহাসড়কে অবস্থান করবে বলেও আশ্বস্ত করেন তিনি। মহাসড়কের পাশে যেন কেউ পশুর হাট না বসাতে না পারে সে ব্যাপারে পুলিশকে সতর্ক দৃষ্টি থাকার নির্দেশ দেন।

পরে হাটিকুমরুল গোলচত্বরে অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ সমন্বয় সভায় মিলিত হন হাফিজ আকতার।

সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালাহ মো. তানভীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিশারুল আরিফ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে পুলিশ এসপি জাহাঙ্গীর হোসেনসহ টাঙ্গাইল, নাটোর, পাবনা ও বগুড়া পুলিশ সুপাররা।

প্রকাশ :আগস্ট ৩, ২০১৯ ৪:০৪ অপরাহ্ণ