১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০০

ট্রাক উল্টে প্রাণ গেল তিন গরু ব্যবসায়ীর

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া মারা গেছে ট্রাকে থাকা ছয়টি গরু।

বুধবার ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া, একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম এবং ওই এলাকার আনোয়ার হোসেন।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানায়, গরুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়। মারা যায় যানটিতে থাকা ছয়টি গরু। এছাড়া আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ