১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৬

৬০ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্ত ১৫ হাজার

দেশজনতা অনলাইন : স্বাস্থ্য অধিদফতর ৬০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার তথ্য জানিয়েছে। আর এ জ্বরে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৫৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ১৩ হাজার ৫২৪, আর ঢাকার বাইরের জেলাগুলোতে রয়েছেন এক হাজার ৮৪৫ জন। মঙ্গলবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে চিত্র উঠে এসেছে।

অপরদিকে, সরকারি হিসাবমতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮ জন। যদিও কেবলমাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সরকারি, বেসরকারি ও ঢাকার বাইরে হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন চার হাজার ৪০৮ জন।

কন্ট্রোল রুমের তথ্যমতে, রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ১৩টি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৫ জন। অপরদিকে ৩৬টি বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬৬ জন। এরমধ্যে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৬৭৯ জন, মিটফোর্ড হাসপাতালে ২৯৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬৬ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১৬ জন, বারডেম হাসপাতালে ৫২ জন, বিএসএমইউতে ৯৬ জন, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ১৩২ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২৫৩ জন, পিলখানার বিজিবি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এদিকে, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৬ জন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ৭৯ জন, স্কয়্যার হাসপাতালে ৮৯ জন, ল্যাবএইড হাসপাতালে ১৫ জন, সেন্ট্রাল হাসপাতালে ১০৫ জন, কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৯৪ জন, ইউনাইটেড হাসপাতালে ৯০ জন, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১২ জন, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৮ জনসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৭০ জন। বেসরকারি এসব হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯০৩ জন।

অপরদিকে, রাজধানী ঢাকার বাইরে ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ৫৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৯১ জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৪৬ জন, হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন। খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন, হাসপাতালে ভর্তি আছেন ১৭৬ জন। রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন, হাসপাতালে ভর্তি আছেন ১৯৮ জন। রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ১০২ জন, হাসপাতালে ভর্তি আছেন ৮৩ জন। বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৩ জন, হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ১০৭ জন, হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন এবং ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৮ জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৯ ১২:০৭ অপরাহ্ণ