৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:১৬

এবার ডেঙ্গুতে মারা গেলেন এসআই কোহিনুর

দেশজনতা অনলাইন : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোহিনুর আক্তার নামে একজন এসআই (উপপরিদর্শক) মারা গেছেন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১টার দিকে তিনি মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি টাঙ্গাইলে।

রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের পরিচালক (ডিআইজ) হাসানুল হায়দার জানান, কোহিনুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই রাজারবাগ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। ২৯ জুলাই তাকে রেফার্ড করার পর নেওয়া হয় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৯ ১১:৫৫ পূর্বাহ্ণ