রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের পরিচালক (ডিআইজ) হাসানুল হায়দার জানান, কোহিনুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই রাজারবাগ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। ২৯ জুলাই তাকে রেফার্ড করার পর নেওয়া হয় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

