১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

ক্রিকেটের প্রথম অধিনায়ক শামীম আর নেই

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেটর দলের প্রথম অধিনায়ক শামীম কবির ইন্তেকল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

১৯৭৭ সালের জানুয়ারিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শামীম কবির। ৭-৯ জানুয়ারি তিনদিনের একটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে সফরকারী এমসিসি দলের বিপক্ষে বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিই ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ।

শামীম কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়কের মৃত্যুতে আমরা শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা দরকার আমরা সব করব।’

১৯৭৭ সালে এমসিসির বিপক্ষে খেলার আগে ৪৫ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এতে শামীম কবিরের নাম ছিল না। প্রাথমিক স্কোয়াডে না থাকলেও পরে নাটকীয়ভাবে তার কাঁধেই অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দেয়া হয়।

১৯৭৬-৭৭ মৌসুম শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শামীম কবির। ১৯৬১ সালের নভেম্বরে পূর্ব পাকিস্তানের হয়ে করাচির (গ্রিন) বিপক্ষে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল।

১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৭.৮৬ গড়ে ৪১১ রান করেন শামীম কবির। তার সর্বোচ্চ স্কোর ৮৯। ঢাকা স্টেডিয়ামে পূর্ব পাকিস্তান রেলওয়ের বিপক্ষে পূর্ব পাকিস্তানের (গ্রিন) হয়ে তিনি এই রান করেছিলেন।

ওপেনিং ব্যাটসম্যান শামীম কবির মাঝে মাঝে উইকেটকিপিংও করতেন। তার কাছ থেকে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন রকিবুল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি ক্রিকেট প্রশাসনে কাজ করেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার বড় ভূমিকা রয়েছে।

প্রকাশ :জুলাই ২৯, ২০১৯ ১২:৩১ অপরাহ্ণ