রাজধানীর খিলগাঁও এলাকায় অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (পূর্ব) পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের ফাইভ স্টার নিবাসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এসব তথ্য জানান।
গ্রেফতার তিনজন হলো খান মো. ফয়সাল, মো. জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও মো. জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাদের কাছ থেকে ১টি একে-২২ রাইফেল, ৪টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার এবং ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাহবুব আলম বলেন, গত ২৬ জুলাই রাতে রাজাধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ঘটাতে তারা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ।
আসামিদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
শনিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এসব তথ্য জানান।
গ্রেফতার তিনজন হলো খান মো. ফয়সাল, মো. জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও মো. জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাদের কাছ থেকে ১টি একে-২২ রাইফেল, ৪টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার এবং ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাহবুব আলম বলেন, গত ২৬ জুলাই রাতে রাজাধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ঘটাতে তারা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ।
আসামিদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।